×
সদ্য প্রাপ্ত:
অর্থ উপদেষ্টার সঙ্গে ইআইবি ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ সঞ্চয়পত্রে বাড়ছে মুনাফার হার দাবানল ছড়িয়ে পড়ায় বাইডেনের ইতালি সফর বাতিল: হোয়াইট হাউস লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক সম্পর্কে যা জানা গেল একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন লালমনিরহাটে ঘোড়া দিয়ে চলছে হাল চাষ লাখো মানুষের ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিন্দ্রায় সমাহিত শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী ফেনীতে জুয়া'র টাকার জন্য শিক্ষার্থীর হাতে গৃহকর্মী খুনঃ গ্রেপ্তার আসামি গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে ৩০০ কম্বল পেলেন শীতার্ত মানুষ কয়রায় মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা, বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন আটক
  • প্রকাশিত : ২০২৪-১১-২৮
  • ২১৫ বার পঠিত
মতিউর রহমান, 
কিশোরগঞ্জ (ভৈরব প্রতিনিধি) 
কিশোরগঞ্জের ভৈরবে ঐতিহ্যবাহী সরকারি হাজী আসমত কলেজে জুলাই এর গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে শিক্ষক মিলনায়তনে ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও মাকের্টিং বিভাগের সহকারি অধ্যাপক জনাব মোহাম্মদ আরবুজ্জামান। 

প্রধান অতিথির বক্তব্যে কলেজে সদ্য যোগদানকৃত অধ্যক্ষ জনাব প্রফেসর মো. মনিরুজ্জামান। 
অধ্যক্ষ জনাব মনিরুজ্জামান বলেন '  জুলাই গণঅভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা শহীদ ও আহত হয়েছে, তাদের অবদান অনস্বীকার্য। ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার কারণে সরাসরি অংশগ্রহণ করেছিলাম। ২৪ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সন্তানরা আত্ম-ত্যাগ করেছে। 
 তাদের এই আত্ম-ত্যাগের ফলে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। যারা আন্দোলন শহীদ হয়েছে তাদের পরিবারের প্রহি সমবেদনা জানাই।  আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি। 

সভাপতির বক্তব্যে জনাব মোহাম্মদ আরবুজ্জামান বলেন, বিগত সরকারের নানান অনিয়ম, দূর্নীতির কারণে তাদের পতন অনিবার্য ছিল। তিনি আরও বলেন  স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে কালো টাকার মালিকদের কোনভাবেই এদেশের মানুষ মেনে নিতে পারে নাই। ফলে ছাত্র-জনতার আন্দোলনে তাদের নির্মম পরিণতি ঘটে। অবৈধ কালো টাকা পিছিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগানোর অনুরোধে জানায়।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব মো. হেলাল উদ্দিন, আইসিটি বিভাগের প্রভাষক জনাব মুহাম্মদ মাজহারুল ইসলাম। 

স্বরণসভায় শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন ' ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব মো. মহসিন আলী। 

স্মরণসভা শেষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব মাহতাব মিয়া ও বাংলা বিভাগের প্রভাষক জনাব লুবনা হক।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat