স্বাধীনবাংলা, ডেস্ক নিউজঃ
দাবি আদায় না হওয়া পর্যন্ত তৃতীয় দিনের মতো ১১ দফা দাবিতে সারা দেশে চলছে নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘট। তবে রাজধানীর চারপাশের ঘাটগুলোতে কিছু কিছু বাল্ক হেড থেকে মালামাল ওঠানামা চলছে। শ্রমিক নেতারা বলছেন, পেটের দায়ে দৈনিক আয়ের ভিত্তিতে চলা নিম্নআয়ের কিছু মানুষ লোড আনলোডের কাজ করলেও যোগ দিলেও আন্দোলনে সমর্থন রয়েছে তাদের। এদিকে স্থানীয় পর্যায়ে আন্দোলনের বাধা এলেও পণ্যবাহী জলযান চালানো বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
আরোও পড়ুন: ভারতের সাথে তাইওয়ানের বাণিজ্যিক চুক্তির দ্বারপ্রান্তে ***