×
  • প্রকাশিত : ২০২৫-০১-০৭
  • ৮০ বার পঠিত
হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বিএনপি নেতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে কটুক্তি ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে সমাবেশ করেছে মাধবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে চার ঘটিকায় উপজেলার তেলিয়াপাড়ায় শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ সভাপতি মো: পারভেজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: হামিদুর রহমান হামদু। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, হোসাইন মোহাম্মদ রফিক, উপজেলা যুবদলের আহবায়ক মো: এনায়েতউল্লা, মাওলানা মিজানুর রহমান আজিজি প্রমূখ। বক্তারা বলেন, মওলানা শোয়াইব আহমেদ আশরাফী একজন মাওলানা সাহেব হয়ে কিভাবে রাষ্ট্রের আইন লঙ্ঘন করে অবৈধ মাটির ব্যাবসা করেন? দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: হামিদুর রহমান হামদু বলেন, উনি যে অভিযোগ করেছেন তা প্রমাণ করতে পারলে মো: পারভেজ হোসেন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি প্রমাণ না করতে পারেন তাহলে আশরাফী সাহেবকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat