ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন কাজী আল হাদী। তিনি উপজেলার ২নং বৈলর ইউনিয়নের রুদ্রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
জানা গেছে,বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে ত্রিশাল উপজেলা প্রশাসন হলরুমে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। এবারের যাচাই-বাছাইয়ে উপজেলার রুদ্রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী আল হাদী শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
তিনি ২০১০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকুরীতে যোগদান করেন। তিনি ১৯৯৭ সালে এস.এস.সি এবং ১৯৯৯ সালে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি ২০০৩ সালে আনন্দমোহন সরকারি কলেজ থেকে পদার্থ বিদ্যা বিভাগ থেকে অনার্স-মাস্টার্স শেষ করেন। তিনি সাবেক সহকারী শিক্ষক মরহুম কাজী মোখলেছুর রহমানের ৪র্থ ছেলে।
উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় রুদ্রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা আন্জুমানারা বেগম জানান, কাজী আল হাদী আমাদের স্কুলের গর্বিত শিক্ষক। আমরা তার সাফল্যের জন্য গর্বিত, পুলকিত এবং আনন্দিত।
এ জাতীয় আরো খবর..