আনোয়ার ইসলাম মামুন ময়মনসিংহ প্রতিনিধি
এসআই (নিঃ) মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। আবু সায়েম সওদাগর (২৬), পিতামৃত-ইমান আলী ফকির, মাতা-সাজেদা আক্তার, সাং-চর কালিবাড়ী, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চায়না মোড় হইতে এবং ২। মোস্তাফিজুর রহমান সোহেল (৩৫), ০৫নং সিরতা ইউনিয়নের ০৪নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি, পিতামৃত-আলহাজ্ব নজরুল ইসলাম, মাতা-জাহানারা খাতুন, সাং-চর খরিচা, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চর খরিচা হইতে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। রানা আহম্মেদ (৩৪) ঈশ^রগঞ্জ থানার ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, পিতা-মোঃ আব্দুল কুদ্দুস, মাতা-মোছাঃ ফাতেমা বেগম, সাং-চর শিখারী, ০১নং ইউনিয়ন, ২। মাহবুবুল আলম শামীম (৩১) ০২নং সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক, পিতামৃত-মজিবর রহমান, মাতা-রিনা বেগম, সাং-সোহাগী বগাপুতা, উভয় থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন সানকিপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। আবু সায়েম সওদাগর (২৬), পিতামৃত-ইমান আলী ফকির, মাতা-সাজেদা আক্তার, সাং-চর কালিবাড়ী, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চায়না মোড় হইতে গ্রেফতার করা হয়। প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
এ জাতীয় আরো খবর..