স্বাধীনবাংলা,
ডেস্ক রির্পোটঃ
সিলেটে রায়হান হত্যার মূল অভিযুক্ত এসআই আকবরকে আজ আদালতে তোলা হতে পারে। সোমবার কানাইঘাট সীমান্ত এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তারের পরপরই তাকে পিবিআই’র কাছে হস্তান্তর করা হয়। সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যার মূল আসামি। আটকের পর এতদিন আত্মগোপনে থাকার কথা জানাচ্ছিলেন তিনি। সোমবার দুপুরে কানাইঘাটের সীমান্তবর্তী ডোনা এলাকা থেকে খাসিয়াদের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। আনুষ্ঠানিকতা শেষে এসআই আকবরকে তুলে দেয়া হয় পিবিআই এর কাছে।
গত ১১ সেপ্টেম্বর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত হন রায়হান আহমেদ। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। এর পরিপ্রেক্ষিতে ১২ সেপ্টেম্বর এসআই আকবরসহ ৪ পুলিশকে সাময়িক বহিষ্কার এবং ৩ পুলিশকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তর। পরে পালিয়ে যায় এসআই আকবর হোসেন ভূঁইয়া। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন হতে নেওয়া।