×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০১-০৫
  • ১৬ বার পঠিত
মাসুদুর রহমান, কিশোরগঞ্জ
 কিশোরগঞ্জ শহরের  বড় বাজারে  চালের বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন অনিয়মের কারনে ছয় ব্যবসায়ীকে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

অনুমোদনের অতিরিক্ত চাল মজুত করা, অতিরিক্ত মূল্যে বিক্রিসহ মূল্য কারসাজি রোধে এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে।

কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজারে জেলাকালেক্টর (এনডিসি) রওশন কবির ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. আজিজা বেগম পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মো. হাসান সারওয়ার ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।অভিযানে মূল্য তালিকা হালনাগাদ না করা এবং চালের ক্রয় রশিদ দেখাতে না পারায় মোট ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে চাল ব্যবসায়ীদেরকে এসব বিষয়ে সতর্কও করা হয়।
অভিযানের বিষয়ে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রওশন কবির জানান, রমজান মাসে চালের বাজারসহ দ্রব্যমূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে রবিবার শহরের বড় বাজারের চালের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat