×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-০১-০৭
  • ৫ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর সভাপতিত্বে সোমবার (৬ জানুয়ারি) হাইওয়ে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় কুমিল্লা রিজিয়নের সকল পদমর্যাদার পুলিশ অফিসার ও ফোর্সগণ সার্বিক কল্যাণ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম সকলের বক্তব্য গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং ফোর্সের সার্বিক কল্যাণ বিষয় সংক্রান্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা ও ট্রাফিক ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিগত মাসের মহাসড়ক কেন্দ্রিক সংগঠিত অপরাধ, প্রসিকিউশন, মাদক উদ্ধার, চোরাচালান ও অন্যান্য অপরাধ সংক্রান্তে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় কুমিল্লা রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম বলেন, মহাসড়ক কেন্দ্রিক সংগঠিত অপরাধসমূহ যথাযথ সময়ের মধ্যে এফআইআর, মামলা তদন্ত এবং পুলিশ রিপোর্ট কোর্টে প্রেরণ করার জন্য সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, ঢাকা চট্টগ্রাম-মহাসড়ক বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন। তাই এই মহাসড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং দুর্ঘটনা প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, দুর্ঘটনা প্রতিরোধে ফিটনেস বিহীন গাড়ি, মেয়াদ উত্তীর্ণ গাড়ি, লাইসেন্স বিহীন গাড়ি, টানা গাড়ি এবং সকল ধরনের থ্রি হুইলার গাড়ির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় তিনি বলেন, উল্টো পথে চলা গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মাদক ও চোরাচালান সংক্রান্তে তথ্য সংগ্রহপূর্বক নিয়মিত অভিযান অব্যাহত রেখে এই সকল অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

এসময় আরো উপস্থিত ছিলেন আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার কুমিল্লা হাইওয়ে সার্কেল ও অতিরিক্ত দায়িত্বে চট্রগ্রাম হাইওয়ে সার্কেল, কুমিল্লা রিজিয়নের ২২ থানার অফিসার ইনচার্জ বৃন্দ এবং অন্যান্য সকল পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat