মনিরুজ্জামান রাসেল
স্টাফ রিপোর্টার, শেরপুর
শেরপুরে যাত্রীবাহ বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৬ জন আরোহী নিহত হয়েছেন। ২৯ ডিসেম্বর রোববার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়রা জোড়া পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল আলম ৬জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছেন শেরপুর সদরের কামারিয়া গুনপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে লোকমান হোসেন (৩৮),আলিনাপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে মোখলেছুর রহমান (৬৯), তার স্ত্রী উম্মে কুলসুম,গনপদ্দির শাজাহান এর মেয়ে মাইশা তাসনিম মিম (২৬), ও তার ভাই বাবু,শ্রীবরদী উপজেলার পশ্চিম চিথলিয়া এলাকার সুভাষচন্দ্র বিশ্বাসের স্ত্রী মিনারাণী (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , রৌমারী থেকে ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস ভাতশালাএলাকায় আসলে শেরপুর সদরের তারাকান্দি থেকে শেরপুরগামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ ৬জন মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।এদিকে দুর্ঘটনার পর রাস্তায় যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ হোসেনাবাহিনী যান চলাচল স্বাভাবিক করে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়দুল আলম বলেন, ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ জাতীয় আরো খবর..