×
  • প্রকাশিত : ২০২৫-০১-০১
  • ২১ বার পঠিত
ওমর ফারুক (নাগেশ্বরী প্রতিনিধি) 
"তারুণ্যের ভাবনায়,আগামীর বাংলাদেশ"
এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে,
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো তারুণ্যের উৎসব ২০২৫। অদ্য ০১ ডিসেম্বর ২৯২৫ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায়  উপজেলা হলরুমে এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় তরুণ প্রজন্মের পাশাপাশি সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বেশ কিছু তরুনের উপস্থিতিতে উৎসবের উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিব্বির আহমেদ। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, "তারুণ্যই জাতির মূল শক্তি। এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সৃজনশীলতা, উদ্ভাবন ও নেতৃত্ব প্রদানে অনুপ্রাণিত করবে।

উৎসবের আলোচনায় উপস্থিত বিশিষ্টজন ও বক্তারা তারুণ্যের ক্ষমতা, সমাজে তাদের অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা জনাব ময়দান আলী,স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বজলুর জাহিদ পলাশ, উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম রসুল রাজা, জামায়াতে ইসলামি নাগেশ্বরীর উপজেলা আমীর মাওলানা আ: মান্নান, পৌর বিএনপি'র সাধারন সম্পাদক মোঃ আজিজুল হক, বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান গণ ও ছাত্র নেতৃবৃন্দ। বক্তাগণ তারুণ্যের সঠিক দিকনির্দেশনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat