×
  • প্রকাশিত : ২০২৪-১২-৩১
  • ৫৯ বার পঠিত
মানিকগঞ্জের-২ আসনের সাবেক সংসদ সংদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাবার নামের মধুর মঞ্চে এবার হচ্ছে না বাউল শিল্পীদের গান ও মেলা। এই আসনের সাবেক সংসদ সদস্যসহ আ.লীগের নেতা কর্মীদের নামে হত্যাসহ নাশকতার, মামলা হওয়ায় সকলে আত্মগোপনে রয়েছেন। সে জন্যই এবারে মেলার আয়োজন বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নিজ বাড়ি সিংগাইর উপজেলার জয়মন্টপ পূর্বভাকুম এলাকার কয়েক জনের সঙ্গে কথা বললে, তারা জানান, কন্ঠশিল্পী মমতাজ বেগম প্রতিবছর ১ জানুয়ারির তার বাড়ির পাশের নিজ জায়গায় ৩ দিনের বাউল শিল্পীদের গান ও মেলার আয়োজন করতেন। মেলায় আনন্দসহ নামিদামি বাউল শিল্পীদের গান শুনতে পারতাম আমরা। পুরো সিংগাইর উপজেলার সকলেই মেলাকে ঘীরে আনন্দ করতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat