×
সদ্য প্রাপ্ত:
কবিতা মানিকগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ আটক ২ কোতোয়ালীতে দস্যুতার আসামিসহ বিভিন্ন অপরাধ মামলায় ৬ জনকে গ্রেফতার সাতক্ষীরার আগরদাঁড়ি ইউনিয়নে ৮ দলীয় নকআউট ক্রিকেট খেলার ফাইনাল অনুষ্ঠান নেত্রকোণায় ইয়্যুথ ক্যাম্পেইন উপলক্ষ্যে আলোচনা সভা, শান্তি সম্প্রীতি পদযাত্রা ও বিচিত্রানুষ্ঠান পাহাড়ের সমস্যা সমাধানে ভূমি কমিশন দ্রুত পূনর্গঠন করা হবে: পার্বত্য উপদেষ্টা নীলফামারীর ডিমলায় রংপুরস্থ ছাত্র কল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ শেরপুরে বেপরোয়া বাসের চাপায় প্রাণ গেলো ৬ জনের রাজস্থলী উপজেলায় বাঙ্গালহালিয়াতে ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত বদলগাছীতে সাধারণ জনতার তোপের মুখে আইন শৃঙ্খলা সভা, স্থগিত
  • প্রকাশিত : ২০২৪-১২-২৮
  • ১৭ বার পঠিত
জাহিদ খান(কুড়িগ্রাম প্রতিনিধি)
অদ্য ২৭ ডিসেম্বর রোজ শুক্রবার কুড়িগ্রাম জেলার  উলিপুরে বিয়ের কাবিননামার দেন মোহরের আড়াই লাখ টাকাকে সাড়ে বারো লাখ করার অভিযোগে মামলার জেরে কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার নাড়িকেলবাড়ি পশ্চিম ছড়ারপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে নূহ নজিউল্লাহ (৩২) এর সাথে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের নজরুল ইসলামের কন্যার নাদিরা আনজুম নিহা (২০) ২০২৩ সালে বিবাহ হয়। মেয়ে পক্ষ ১৫ লাখ টাকা দেনমোহর দাবী করলেও উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে ২ লাখ ৫১ হাজার টাকা নির্ধারণ হয়ে বিবাহ হয়। ওই সময় মেয়েপক্ষ কাবিননামা মেনে নিতে পারেনি। বিবাহের ২দিন পর নূহনজিউল্লাহর বাড়িতে এসে তার শ^শুর নজরুল ইসলাম কন্যাকে তার বাড়িতে বেড়াতে নিয়ে যায়।

পরবর্তীতে বউকে আনতে নূহনজিউল্লাহর শ্বশুর বাড়িতে গেলে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে জানিয়ে দেয় তারা তাদের মেয়েকে আর ঘরসংসার করাবেন না। এরপর নজরুল ইসলাম ধামশ্রেনী ইউনিয়নের নিহাক ও তালাক রেজিষ্টার জাকির হোসেনের সাথে যোগাযোগ করে দেনমোহরের ২ লাখ ৫১ হাজার টাকার স্থলে জালিয়াতি করে ১২ লাখ ৫১ হাজার টাকা করেন। নূহনজিউল্লাহ কাবিননামার জন্য কাজী জাকির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি তালবাহনা শুরু করে ঘোরাতে থাকেন।

দীর্ঘদিন পর কাবিননামা পেয়ে দেনমোহরের টাকার স্থলে জালিয়াতি বিষয়টি দেখতে পেয়ে নূহনজিউল্লাহ জেলা রেজিষ্টারের কাছে অভিযোগ করেন। পরবর্তীতে জেলা রেজিষ্ট্রার বিষয়টি তদন্তকর্মকর্তার মাধ্যমে বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা প্রকাশ পায় বলে এজাহারে উল্লেখ করা হয়। প্রতারনার মাধ্যমে জালিয়াতির প্রেক্ষিতে নূহনজিউল্লাহ বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কাজী জাকির হোসেনকে ১নং আসামী করে ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার কাজী জাকির হোসেনকে গ্রেপ্তার করেন। 

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদেরকে গ্রপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat