মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মোবারক হোসেন
মানিকগঞ্জ জেলার থেকে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর উপজেলার পশ্চিম জামির্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সাঁওতা এলাকার মৃত জাবেদ আলীর ছেলে তারা মিয়া (৬৬) এবং মানুরা এলাকার মো. সাহেব আলীর ছেলে আব্দুর রাজ্জাক।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মো. আব্দুল হাই তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'মাদক কারবারের জন্য গ্রেফতারকৃতরা সিংগাইর উপজেলায় যান এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা করা হয়েছে
এ জাতীয় আরো খবর..