দিন যায় মাস যায় আসে বছর ফিরে ,তোমার আমার ভালোবাসা রয়ে যাক জনম জনম ধরে।
আসুক না ফিরে আর একটি বছর তোমার হৃদয় জুড়ে।
হৃদয়ের বন্ধন শক্ত করে রেখো আমায়, তোমার হৃদয় অন্তর জুড়ে।
ভালোবাসি হয়নি বলা কেটে যায় কত দিন ,মাস ,বছর।
স্বপ্ন মাখা হৃদয় জুড়ে আজও তুমি রয়ে গেছো ভালোবাসায় বিভোর।
ভালবাসি হয়নি বলা, হৃদয়ের যত কথা, তোমাকে পেয়ে পূর্ণ হল আমার চাওয়া পাওয়া।
জীবন যুদ্ধের সাথে তুমি আমার আধার ঘরের আলো ।
সারা জীবন বাসবো আমি সখি তোমায় ভালো।
সুখে থেকো ভালো থেকো এই দোয়াটি করি শুভ হোক তোমার বিবাহ বার্ষিকী ।
উৎসর্গ
আয়েশা সিদ্দীকা খাতিজা
উদ্দীপক
মাহমুদুল হাসান তৌহিদ মন্ডল।
এ জাতীয় আরো খবর..