নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৯টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ১৫৫০ ফুট গ্যাস লাইন সরিয়ে নেওয়া হয়। ১০ হাজার টাকা জরিমানা করা হয় আবাসিক সংযোগ নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করা এক ব্যক্তিকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) নাছরিন সুলতানা উপজেলার হালুয়াপাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার এ অভিযান পরিচালনা করেন। এ সময় হালুয়াপাড়া এলাকার নূর আলম নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারি নাছরিন সুলতানা জানান, একটি চক্র উপজেলার বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও লাইন উচ্ছেদ করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
এ জাতীয় আরো খবর..