×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ ও আহতদের স্মরনে স্মরন সভা এক্স-রে করে যুবকের পেটে মিলল ইয়াবা ৬০০ পিচ আমতলীতে কোরআন শরীফ ও মুহাম্মদ(স.)কে নিয়ে শিক্ষকের কটুক্তি কুড়িগ্রাম জেলা নদী ভাঙনের করাল গ্রাসে বিপর্যস্ত জনজীবন, কমে যাচ্ছে কৃষি ও বাসস্থানের জমি ফেনীতে শেষরাতে খামার কর্মচারীকে হত্যা, ৪ লক্ষ টাকার গরু ডাকাতি ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ৮২ বার পঠিত
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২ আগস্ট। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

১৯৯০ সালের ২ আগস্ট। ওই দিন কুয়েতে হামলা চালায় ইরাকের সেনাবাহিনী। তখন ইরাকের ক্ষমতায় ছিলেন সাদ্দাম হোসেন। তাঁর নির্দেশে ইরাকি বাহিনী কুয়েতে ঢুকে পড়ে। এই হামলার মধ্য দিয়ে প্রথম উপসাগরীয় যুদ্ধ শুরু হয়।

এখনকার যুক্তরাষ্ট্র একসময় ব্রিটেনের উপনিবেশ ছিল। ১৭৭৬ সালের ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করা হয়। উত্তর আমেরিকার ১৩টি ব্রিটিশ–নিয়ন্ত্রণাধীন ভূখণ্ড উপনিবেশমুক্ত হয়। এই ১৩ ভূখণ্ড সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্র নামে পরিচিতি পায়। তবে ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ থেকে চূড়ান্তভাবে বের হয়ে আসার জন্য ঘোষণাপত্র ওই বছরের ২ আগস্ট সই হয়।

টাওয়ার সাবওয়ে—যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে টেমস নদীর তলদেশে নির্মিত টানেল। ১৮৭০ সালের এই দিনে টানেলটি সাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এই টানেলের ভেতর দিয়ে কাঠের তৈরি বগিতে যাত্রীদের নদীর এক পাড় থেকে অন্য পাড়ে নেওয়া হতো। পরবর্তী সময়ে হাঁটাপথ হিসেবে টানেলটির ব্যবহার শুরু হয়।

‘এলাম, দেখলাম, জয় করলাম’
রোমান সামরিক জেনারেল জুলিয়াস সিজার ৬৭ খ্রিষ্টপূর্বাব্দের এই দিনে পোন্তাস সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে বড় জয় পান। বর্তমানে তুরস্কের অবস্থান যেখানে, সেখানেই ছিল এই সাম্রাজ্যের অবস্থান। ইতিহাসে এই যুদ্ধ ‘ব্যাটল অব জেলা’ নামে পরিচিত। যুদ্ধজয় উদ্‌যাপনের সময় জুলিয়াস সিজার তাঁর বিখ্যাত সেই মন্তব্য করেন—‘ভেনি, ভিডি, ভিসি’ বা ‘এলাম, দেখলাম এবং জয় করলাম’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat