সুদীপ্ত দাশ, বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
৫৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ
বোয়ালখালীতে আ'লা হযরত স্মৃতি বৃত্তি পরীক্ষা
বোয়ালখালীতে ৫৫০জন শিক্ষার্থীর অংশগ্রহণে দ্বিতীয় বারের মতো জ্ঞান অন্বেষণের দৃঢ় প্রত্যয়ের লক্ষ্যে স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে আ'লা হযরত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ রোজ শনিবার ২১ ডিসেম্বর ২৪ ইং সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয় উপজেলার কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এ বৃত্তি পরীক্ষায় দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন :- আলহাজ্ব নুরুল ইসলাম রহিমী,শিক্ষক তাজুল করিম,জাফর আলম মাষ্টার,দিলিপ কুমার দত্ত,জাহাঙ্গীর আলম সিদ্দিকী,আরিফুল ইসলাম ইমন,মঞ্জুরুল ইসলাম,জয়নাল আবেদীন,দিদার আলম,মুহাম্মদ নাঈম উদ্দিন সহ আরো অনেকে।
উপস্থিত ছিলেন :-পরিচালক:-মাহেনুর আলম আজাদী,উপ-পরিচালক(নিয়ন্ত্রক):-আবু ছালেহ ও শাওন উদ্দীন,উপ-পরিচালক(সার্বিক):-আরিফুল ইসলাম,পরিচালনা কমিটির সদস্য:-নয়ন,শাহাদাত,রিদুয়ান,আবির,আরিফ,অলিদ,জুনাইদ,ওয়াহিদ,রিপন বড়ুয়া,জুনায়েদ প্রমুখ।
এ জাতীয় আরো খবর..