আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি:
আদমদীঘিতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে উতরাইল স্কুল মাঠে স্থানীয় বিএনপি নেতা মোঃ বাবলু হোসেনের সভাপতি কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোহিত তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু হাসান, সহ সভাপতি মোঃ বুলবুল ফারুক, মুত্তাকিম তালুকদার মুক্তা, গোলাম মোস্তফা, অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোতালে হোসেন, সানিপি চেয়ারম্যান নাজিমউদ্দিন, বিএনপি নেতা গোলাম রব্বানী সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ জাতীয় আরো খবর..