মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী সাব্বির নামে এক জনের (১৬) নিহত ঘটনা ঘটে। এ ঘটনায় একজন বাইক আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
সাব্বির শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসাহারা গ্রামের সোহেল মিয়ার ছেলে। সে টেংরা নওয়াব আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
আহত আদিল (১৭) শ্রীপুর একই গ্রামের হাসান মিয়ার ছেলে।
বুধবার (০৪ ডিসেম্বর) সকাল ৮ টায় টেংরা জৈনা বাজার সড়কে চায়না কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, সকালে দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই বাইকার সাব্বির নিহত হয়। খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থল থেকে সাব্বিরের মরদেহ নিয়ে নিজ বাড়িতে চলে যায়। ওই মোটরসাইকেলের পিছনে থাকা তার বন্ধু আদিল আহত হয়। তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা।
শ্রীপুরের টেংরা নওয়াব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ জানান, সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের কারিগরি শাখার এসএসসি পরীক্ষার্থী সাব্বির নিহত হয়েছে। আরো একজন আহত হয়েছে।
শ্রীপুর ভারপ্রাপ্ত (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, সড়ক দুর্ঘটনায় বিষয়ে আমাকে কেউ কোন তথ্য দেয়নি। তবে খোঁজ নিয়ে দেখছি।
এ জাতীয় আরো খবর..