রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর
শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেছেন সরকারি সম্পদ লুটপাট কারীরা যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকাল ১১ টায় ঝিনাইগাতী উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগন, রাজনৈতিক দলের নেতা কর্মি, সূশীল সমাজ ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা মো, ফরহাদ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো, ফায়জুর রাজ্জাক আকন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন, উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মৌঃ মো,নূর ইসলাম, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান,ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহিন আলম প্রমুখ ।
এসময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়ে কৃষকদের কৃষিতে মনোনিবেশের আহ্বান জানান। তিনি বলেন দেশের কৃষকরাই দেশের মূল চালিকা শক্তি। তিনি আরো বলেন ঝিনাইগাতীর মহারশি নদীর বেরীবাধ সমস্যা, গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের উন্নয়নের উদ্যোগ গ্রহনের পাশাপাশি অবৈধভাবে সরকারি জমি জবরদখলের বিরুদ্ধে অভিযান, নদীগুলোর পানি নিস্কাশন ব্যবস্থা, বন্যা পরবর্তীতে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাসহ সকল সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে আমরা কাজ করছি ।
তিনি আরও বলেন অবৈধভাবে বালু লুটপাটকারিরা যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না । তিনি বলেন অবৈধভাবে বালু লুটপাট বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান আছে। বালু লুটপাটকারিদের সতর্ক করে তিনি বলেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমেই বালু লুটপাটকারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি দেশপ্রেমিক রাজনৈতিক দলের নেতা- কর্মি, সাংবাদিক মহলসহ সকল সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক দলের নেতা কর্মি, সুশীল সমাজের লোকজন ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।