শরনখোলা প্রতিনিধি
এম মোহাম্মদ ওমর।বাগেরহাটের শরণখোলা উপজেলায় বীর মুক্তিযোদ্ধারা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী মুক্তিযোদ্ধা মেলার শুভ উদ্বোধন করল। ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলায় কিভাবে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের পরাজিত করে।
বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে সেই সম্পর্কে বর্তমান প্রজন্মদের জানানোর জন্য মাসব্যাপী মুক্তিযুদ্ধা মেলার আয়োজন করেছে। মাসব্যাপী মুক্তিযুদ্ধা মেলা রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। মাসব্যাপী মুক্তিযুদ্ধা মেলায় আকর্ষণীয় বিভিন্ন উপকরণ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বইয়ের দোকান থাকবে। শিশু কিশোরদের জন্য ও বিভিন্ন বয়সের মানুষের জন্য থাকবে নাগরদোলা সহ বিনোদনের ব্যবস্থা।
মাসব্যাপী মুক্তিযোদ্ধা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধারা রাজনীতিবিদ সাংবাদিক শিক্ষার্থীসহ অন্যান্য পেশার মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ চলাকালীন কমান্ডার এম আফজাল হুসাইনের সভাপতিত্বে মুক্তিযুদ্ধা মেলার উদ্বোধন করেন শরণখোলা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম লাল। এরপর বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত।
তখন উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জোমাদ্দার বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ দুলাল ফরাজি শরণখোলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তালুকদার মোঃ মধু উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রুহুল আমিন হাওলাদার ৪ নং সাউথখালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদার সহ অনেকে।
এ জাতীয় আরো খবর..