সোহেল রানা, নীলফামারীঃ
নীলফামারীতে চাঁদার টাকা দিতে অস্বীকার করায় টুপামারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমারকে লাঞ্চিত করে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগে ভুক্তভোগীর স্ত্রী সাগরিকা সুলতানা নীলফামারী সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে প্রেক্ষিতে জানা য়ায় যে,দীর্ঘ দিন থেকে প্রধান শিক্ষক মাসুদুর রহমানের কাজ থেকে ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে। চাদার টাকা দিতে অস্বীকার করায় গত ১৮ ডিসেম্বর বিদ্যালয়ের গেলে মোঃ আব্দুল হাই মাসুম বলে বেটা তোর নিকট যে টাকা চেয়েছিলা তুই টাকা না দিয়ে বিদ্যালয়ে ডুকেছিস কেন। পরে আব্দুল হাই মাসুম সহ আল আমি ইসলাম, বাবুল,আরিফুজ্জামান রাঙ্গা,সিরাজুল ইসলাম,বাবুল্লা,বুলবুল হোসেন,মন্টু,আব্দুল কাদের,গোফ্ফার,নুরনবী ইসলাম, সাদেকুল,প্রধান শিক্ষক মাসুদুর রহমানকে এলোপাতাড়ি ভাবে কিল-ঘুষি মারিতে থাকে এবং বিদ্যালয় থেকে রাস্তায় বের করে ফেলে দেয়।স্হানীয় লোক জন উদ্ধার করে অপরিচিত একটি অটোরিক্সা নীলফামারী সদর হাসপাতালে নিয়া গেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।
জানতে চাইলে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আবু সাইদ বলেন, তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..