মো: সুজন মাহমুদ
রাঙ্গাবালী,পটুয়াখালী,প্রতিনিধি
রাঙ্গাবালী উপজেলার খালগোড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতনতার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর ২০২৪, সকাল ১০:৩০ মিনিটে রাঙ্গাবালী উপজেলা যুব ফোরামের আয়োজনে এবং আস্থা প্রকল্প, রূপান্তরের সহযোগিতায় এ সভা সম্পন্ন হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি জনাব আব্বাস উদ্দিন বাদল। তিনি তাঁর বক্তব্যে বাজারের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, “ভোক্তাদের অধিকার রক্ষা এবং ব্যবসায়ীদের দায়িত্ব পালনের বিষয়টি বাজার ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা ব্যবসায়ীদের যেকোনো সমস্যার দ্রুত সমাধানে কাজ করছি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজার কমিটির সেক্রেটারি মো. সাইদুল ইসলাম। তিনি বলেন, “প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন, ভেজাল পণ্য প্রতিরোধ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা শুধু ভোক্তাদের স্বার্থে নয়, বরং বাজার ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নের জন্য অপরিহার্য।”
সভায় উপস্থিত ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বাজারে গভীর নলকূপ স্থাপন, স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে টয়লেট স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং রাতের নিরাপত্তা নিশ্চিত করতে পাহারাদার নিয়োগের দাবি উঠে আসে। এছাড়া, প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শনের বাধ্যবাধকতা নিয়েও আলোচনা হয়। ব্যবসায়ীদের এসব দাবি গুরুত্বসহকারে শোনার পর রাঙ্গাবালী উপজেলা যুব ফোরামের প্রতিনিধি আশ্বাস দেন যে, উত্থাপিত সমস্যাগুলো দ্রুত উপজেলা নির্বাহী অফিসারের কাছে তুলে ধরা হবে।
এদিকে, রূপান্তরের এক প্রতিনিধি বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ এবং ব্যবসায়ীদের দায়িত্ব পালনে কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। এই উদ্যোগ শুধু একটি বাজারের উন্নয়ন নয়, পুরো সমাজের উন্নত ব্যবস্থাপনা গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভায় বক্তারা আরও বলেন, “ভোক্তা এবং ব্যবসায়ীদের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করা একান্ত জরুরি। এটি শুধু বাজার নয়, সমাজের সামগ্রিক সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্যও গুরুত্বপূর্ণ। প্রতিটি নাগরিকের উচিত তাঁদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া।”
রাঙ্গাবালী উপজেলা যুব ফোরামের এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি।