বাংলা চলচ্চিত্রে নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। অভিনয় করেছেন অসংখ্যা চলচ্চিত্রে। বলা হয়ে থাকে, রূপে-গুণে অনবদ্য এক নায়িকা তিনি। তবে অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন এই নায়িকা।
কিছুদিন আগে তিনটি নতুন চলচ্চিত্রে অভিনয় করার খবর দিয়ে উন্মাদনা ছড়িয়ে দেন অনুরাগীদের মাঝে। ছবিগুলো হলো ‘মাতাল হাওয়া’, ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’।
এভাবে হুটহাট তিন সিনেমার ঘোষণা শাবনূরের জন্য খুব একটা ইতিবাচক হয়ে আসেনি। সিনমাগুলোতে চুক্তিবদ্ধ হওয়ার পর অনেক সমালোচনাও এসেছে।
পরিচালকদের অনেকেই মন্তব্য করেছেন, এভাবে শাবনূরের ফেরা ঠিক হয়নি। মেদ ঝরিয়ে ফিট হওয়ার পরই ফেরার দরকার ছিল।
দেরিতে হলেও পরিচালকদের ওই সব কথা কানে নিয়েছেন শাবনূর। তিনটি সিনেমার ঘোষণা দিলেও কোনোটিরই শুটিং শুরু করতে পারেননি শাবনূর।
তার আগেই ফিরে যেতে হয়েছে অস্ট্রেলিয়ায়।
কোনো সিনেমার শুটিং না করেই শাবনূর অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন, কমপক্ষে ১৫ কেজি ওজন কমাতে পারলেই চলচ্চিত্রগুলোর চরিত্রের উপযোগী হয়ে উঠবেন তিনি। তাই ফিট হতেই ফিরে গেছেন শাবনূর। কিন্তু এবার চলে যাওয়ার পর ফের কবে ফিরবেন, সেটা অজানা।
এদিকে শাবনূরের ঘনিষ্ঠ একজন গণমাধ্যমকে বলেন, শাবনূরের অস্ট্রেলিয়া যাওয়ার কারণ, নিজেকে ফিট করা। ওজন কমিয়ে ফিট হয়ে তবেই ফিরবেন। তারপর শুটিং শুরু করবেন।
গত বছরের শেষ দিকে শোনা গিয়েছিল, মার্চে একটি ছবির শুটিং শুরু হবে। ‘মাতাল হাওয়া’ ছবির কয়েক দিনের শুটিং করতেও ইচ্ছা পোষণ করেছিলেন ছবিটির পরিচালক চয়নিকা চৌধুরী। আর এপ্রিলে ‘রঙ্গনা’ ছবির শুটিং করবেন, এমনটা জানিয়েছিলেন আরাফাত হোসাইন। এ দুই চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, শাবনূরের ফিট হয়ে না ফেরা পর্যন্ত কোনোভাবে বলা সম্ভব নয়, কবে শুটিং শুরু হতে পারে। সব কিছু মিলিয়ে শাবনূরের নতুন তিনটি ছবি নিয়ে ভালোই ধোঁয়াশা তৈরি হয়েছে।
সর্বশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গিয়েছিল শাবনূরকে। এরপর আর কোনো সিনেমায় উপস্থিত হননি দর্শকপ্রিয় এ তারকা। সিনেমা থেকে সাময়িক দূরত্ব তৈরি হলেও এ অভিনেত্রীর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি।
এ জাতীয় আরো খবর..