মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার(১৬ ডিসেম্বর) সকালে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম গ্রুপের মাঝে এঘটনা ঘটে।
জানাগেছে, অধ্যাপক রেজাউল করিমের নেতা কর্মীদের ওপর হামলা চালায় মান্নান পন্থী নেতা কর্মীরা। এসময় পাল্টা হামলায় সংর্ঘষ বাধে। সোনারগাঁও প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অধ্যাপক রেজাউল করিম অভিযোগ করে বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে একটা গ্রুপ সোনারগাঁওয়ে চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডে চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, বীর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের সময় মান্নান গ্রুপের সন্ত্রাসীদের হামলায় নোবেলসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
এ ব্যপারে জানতে বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানের মুঠোফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি।
এব্যাপারে সোনারগাঁ থানার ওসি বলেন, দু'গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে, তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
এ জাতীয় আরো খবর..