×
সদ্য প্রাপ্ত:
কালীগঞ্জে আইন সহায়তা নিয়ে নেটওয়ার্কিং সভা নাগেশ্বরীতে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা-২০২৪-২৫ অনুষ্ঠিত শেরপুরে জনবস্তিতে চালকলে দূষিত হচ্ছে পরিবেশ, বিপাকে গ্রামবাসী, প্রশাসন নিরব মহিপুরে ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া প্রদর্শনী দেশের বিতর্কিত শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়িয়েছে এনবিআর জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সদস্য এসআই ফয়সালের ‘অসদাচরণ’ কনস্টাসকে ‘ধাক্কা’ দিয়ে সমালোচনায় কোহলি, পেতে পারেন শাস্তিও নতুন পরিচয়ে রিচি সোলায়মান যে কারণে প্রায় ৭ লাখ গাড়ি ফিরিয়ে নিলো টেসলা
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ২৪ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, বান্দরবান দ. প্রতিনিধিঃ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক, এনজিও এবং সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীর পেশার ব্যক্তিবর্গ শহীদ মিনারের ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে আলীকদম উপজেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ৭১’র রণাঙ্গনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান কে সাথে নিয়ে স্বাধীনতা সোপানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মুমিন।

এরপর মহান বিজয় দিবস উপলক্ষে আলীকদম উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম রিমন, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এক বর্ণাঢ্য বিজয় মেলা অনুষ্ঠিত। উপজেলা পরিষদের সামনে মুক্ত মঞ্চ চত্বরে আয়োজিত মেলায় ১১টি স্টলে পিঠা-পুলি, কৃষিপণ্য, হস্তশিল্প এবং সরকারি সেবা প্রদর্শন ও বিতরণ করা হচ্ছে। বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এর মধ্যে রয়েছে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের খেলাধুলা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনে স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহান বিজয় দিবসের এই আয়োজন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সম্পর্কে আরও সচেতন করবে এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat