অদ্য ১৬ ডিসেম্বর সকাল ১১.০০ ঘটিকায় নাগেশ্বরী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রসাশন অডিটোরিয়ামে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভুমি কমিশনার মাহমুদুল হাসান,থানা ইনচার্জ মো: মিজানুর রহমান(মিজান),উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের ত্যাগ, সাহসিকতার ও দেশ প্রেম এর কথা স্মরণ করে বলেন, “মুক্তিযোদ্ধাদের অবদানেই আমরা আজ স্বাধীন ও স্বার্বভৌম বাংলাদেশে বেঁচে আছি। তাদের অবদান ও ত্যাগ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে।”
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করেন এবং দেশের উন্নয়ন ও সুরক্ষায় যুবসমাজ সহ সসদকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
বিজয় দিবসের এই বিশেষ আয়োজনে নাগেশ্বরী উপজেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে দিনটিকে স্মরণীয় করে তোলে।
এ জাতীয় আরো খবর..