×
  • প্রকাশিত : ২০২৪-১২-১৪
  • ৪৩ বার পঠিত
এহসানুল মাহবুব সাজিদ 
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি:

দেওয়ানগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ শনিবার। উপজেলা পরিষদ সভাকক্ষে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা শুরু হয় । আজ ১৪ই ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি বুদ্ধিজীবীদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। যা ছিল পৃথিবীর ইতিহাসে এক ঘৃণিত কালো অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পারে তারা নিশ্চিত পরাজিত, তখনই তারা সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে মেধাশূন্য করার এক পরিকল্পনা করেন। পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর, রাজাকার, আল বদর, আল শামস মিলে এদেশ থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, দার্শনিক,রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মীদের তুলে নিয়ে চোখে কালো কাপড় বেঁধে ঢাকার রায়ের বাজার ও মিরপুরের বধ্যভূমিতে নৃশংসভাবে হত্যা করেন। যাতে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়ে। 

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শেখ জাহিদ হাসান প্রিন্স উপজেলা নির্বাহী কর্মকর্তা। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব
শামসুজ্জামান আসিফ সহকারী কমিশনার ভূমি,জনাব নাজমুল হাসান অফিসার ইনচার্জ দেওয়ানগঞ্জ মডেল থানা,জনাব আলমগীর আজাদ উপজেলা কৃষি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা জনাব দুলাল তালুকদার সাবেক ডেপুটি কমান্ডার, মো.মাহবুবুর রহমান তালুকদার আমীর জামায়াতে ইসলামী,সিনিয়র সাংবাদিক মো.খাদেমুল ইসলাম, তারেক মাহমুদ তালাশ,দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন ,বিল্লাল মন্ডল, সহ খোরশেদ প্রমুখ। 

বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করে আলোচনা সভা শেষ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat