ঠাকুরগাঁও প্রতিনিধি: ১৪ ডিসেম্বর: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় স্মৃতিসৌধে সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা এবং এর মাধ্যমে দিবসের সকল কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ জেলা শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। সন্ধ্যা ৬ টায় কর্নেট সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শহরের আমাদের বাজারে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের অবদান এবং তাদের আদর্শকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার স্থানীয় মুক্তিযোদ্ধা প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশকে এগিয়ে নিতে তাদের আদর্শ আমাদের শক্তি ও অনুপ্রেরণা হিসেবে এগিয়ে নিতে হবে।
আলোচনা সভার পর কর্নেট সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শহীদদের স্মরণে গান, কবিতা ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়।
এ জাতীয় আরো খবর..