সুদিপ্ত দাশ, বোয়ালখালি প্রতিনিধি
বুধবার ১১ ডিসেম্বর সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত মহা তাঁবুজলসা অনুষ্ঠানে গ্রুপ রোভার সম্পাদক হেলাল উদ্দিন মোহাম্মদ সাইফুল ইসলাম টিপু স্যার এর সঞ্চালন এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভার কমিশনার মোঃ জসিম উদ্দিন টিপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোঃ মোহোসীন উদ্দীন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম কলেজ গভনিং বডির সদস্য শওকত আলম জেলা রোভারের সহকারী কমিশনার এস এম আফাজুর রহমান এলটি সহযোজিত সদস্য খালেদুর রহমান গাল ইন রোভার স্কাউট লিডার জনাব শাহেদা বেগম, জনাব সোলতানারা বেগম প্রাক্তন রোভার জাহাঙ্গীর আলম, দিগন্ত নাগ, বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের আর এস এল মোহাম্মদ হোসাইন মাহমুদ চট্টগ্রাম সিনিয়র রোভারমেট প্রতিনিধি তাওহীদুল ইসলাম রোভার আবু কায়ুম, রোভার পাভেল মহাজন, জাহেদ মিয়া, সাজ্জাদ হোসেন, আবু নায়েম, সজীব খান, রোকসানা নাসরিন, আবেদা সুলতানা, রোকসানা নাসরিন, মো শাহাদাত হোসেন, আবেদা সুলতানা কাউছার মো: হৃদয়
এতে উপস্থিত ছিলেন রোভার আবদুর রহমান, রোভার সাগর, সিমলা, তাহাসিন,
ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন আরাফাতুল ইসলাম বিজয় দে, নিশিতা বড়ুয়া