এম সাহাবউদ্দিন সাবু
বরগুনা প্রতিনিধিঃ
পিকেএসএফ এর নব নিযুক্ত ব্যাবস্থাপনা পরিচালক জনাব মোঃ ফজলুল হক কাদের কে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানালেন দক্ষিণ বঙ্গের সুনাম অর্জিত সংগঠন,
সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচী (সংগ্রাম) এর নির্বাহী পরিচালক জনাব চৌধূরী মুনীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন সংগাম এর উপ-নির্বাহী পরিচালক জনাব চৌধূরী মোহাম্মদ মঈন।
ফুলের শুভেচ্ছা শেষে উভয়ের মধ্যে আন্তরিক কুশল বিনিময় হয়।
গত ১০ ডিসেম্বর ২০২৪ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর পরিচালনা পরিষদ,
জনাব মোঃ ফজলুল হক কাদের কে ১২ তম ব্যাবস্থাপনা পরিচালক পদে নিয়োগ প্রদান করেন।
এর আগে ১৯৯০ সালের ১ অক্টোবর পিকেএসএফ এর ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ পদে চাকরি শুরু করেন জনাব ফজলুল হক কাদের। এবং ৮ আগস্ট ২০২১ তারিখে তাকে পিকেএসএফ এর অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক হিসেবে পদন্নোতি প্রদান করা হয়। গত ২২ আগস্ট পিকেএসএফ এর ভারপ্রাপ্ত ব্যাবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এছারাও বিশ্ব ব্যাংক, এশীয় ব্যাংক, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবে তিনি জিম্বাবুয়ে, দঃআফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সৌদি আরব সহ বাহরাইন, জর্ডান,ও মরক্কোয় কাজ করেন সদ্য নিয়োগ প্রাপ্ত এই ব্যাবস্থাপনা পরিচালক।
এ জাতীয় আরো খবর..