×
  • প্রকাশিত : ২০২৪-১২-১২
  • ৪২ বার পঠিত
নিরঞ্জন মিত্র (নিরু) ফরিদপুর প্রতিনিধিঃ
''ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে'' ও ''ভ্যাট দিচ্ছে জনগণ দেশের হচ্ছে উন্নয়ন'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ভ্যাট বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী আলোচনা সভা, রচনা এবং কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

ফরিদপুর কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে,(১০ ডিসেম্বর) মঙ্গলবার বেলা ১২ টার দিকে ফরিদপুর মহাবিদ্যালয়ের মিলনায়তনে এ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আখতারুজ্জামান। প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে সকলের ভ্যাট প্রদানে সহযোগিতা প্রয়োজন। নাগরিকদের ভ্যাটের টাকায় দেশের অর্থনীতির সার্বিক কাজ পরিচালিত হয়ে থাকে। তাই ভ্যাট প্রদানে আমরা নিজেরা সচেতন হবো এবং অপরকে ভ্যাট প্রদানে উৎসাহিত করবো।

কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং গভর্নিং বডির সদস্য সচিব ড. বিমল কুমার বিশ্বাস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর মহাবিদ্যালয়ের প্রভাষক অধ্যাপক সবিতা বৈরাগী ও সহকারী রাজস্ব কর্মকর্তা মোজাফ্ফর হোসেন সেলিম।

শেষে আয়োজিত রচনা, কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৫০০ শিক্ষার্থীদের মধ্য হতে ২০ জনকে বিজয়ী ঘোষণা করে এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat