- প্রকাশিত : ২০২৪-১২-১২
- ৩৩ বার পঠিত
মাহাবুবুল ইসলাম আবির, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ এর উকিল পারা থেকে ২ নাম্বার রেল গেট পর্যন্ত দীর্ঘ দিন ধরে চলে আসা মাদক এর আস্তানায়, আজ সন্ধ্যা ৭ টার সময় বিশেষ অভিজানে সাথী নামের এক মাদক ব্যবসাই কে ১ কেজির ও অধিক মাদক সহ আটক করা হয়। জানা যায় এই আস্তানায় বিউটি নামের এক মহিলা দীর্ঘ ১০ বছর যাবত ব্যবসা করে আসছে।সূত্রে জানা যায়, বিউটি তার পুরো পরিবার দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। এর মধ্যে তার বোনজি সাথী,সাবিনা,তাহামিনা,তাছলি, মুরুনি, রুমা ও ভাইপো কাইউম( 3 জেন্দার ), বিল্লাল কে দিয়ে ব্যবসা করে আসছিলো। এতো দিন প্রশাষন কে মোটা অংকের টাকা দিয়ে ব্যবসা করে আসছিলো। ১১/১২/২০২৪ রোজ বুধবার, বিশেষ অভিজান বিউটি এর বোনজি সাথী পুলিশ এর হাতে আটক হয়, এর মধ্যে বিউটি ও তার দল পালিয়ে যায়।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..