×
সদ্য প্রাপ্ত:
মানিকগঞ্জে ছিন্নমুল ও শীতার্থদের মাঝে কম্বল বিতরন করেছেন নির্বাহী অফিসার কুমিল্লা দাউদকান্দিতে র‍্যাবের অভিযানে ১৯৬ বোতল ফেনসিডিলসহ আটক- ১ উচ্চ শব্দ দুষনে অতিষ্ঠ নাগেশ্বরী পৌরবাসী ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের চিরুনি অভিযানে ২৪ ঘন্টায় ১৪ আসামি গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার রাজশাহী জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত-সভাপতি আসাদ-সম্পাদক আখতার এবারের লড়াই জনগণের ভাগ্য বদলাবার লড়াই আত্রাইয়ে রাষ্ট্র মেরামতে ৩১দফা বাস্তবায়নে বিএনপির সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত রাণীনগরে পুলিশের টহল চলাকালে একাধীক স্থানে গাছ ফেলে ডাকাতির চেষ্টা দেবহাটায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২৪-১২-০৬
  • ১০ বার পঠিত
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি. 

পিরোজপুরের সাত উপজেলা (ভাণ্ডারিয়া,মঠবাড়িয়া,কাউখালী, নাজিরপুর,স্বরূপকাঠি,ইন্দুরকানী ও পিরোজপুর সদর মাদক) জঙ্গি তৎপরতামুক্ত ,সন্ত্রাসমুক্ত নিরাপদ জনপদ গড়তে জেলা পুলিশ সুপার সম্প্রতি যোগদানরকৃত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বিশেষ উদ্যোগ নিয়েছেন। শুক্রবার তিনি জনসচেতনতায় জেলার ভাণ্ডারিয়া উপজেলার ৬৩টি মসজিদে জুমার নামাজে ইমাম সাহেবদের সহযোগিতায় ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে বিশেষ বয়ান ও, মাদক , সন্ত্রাস ও জঙ্গী বিরোধি প্রচারপত্র বিতরণ করেন। এসময় দেশ ও মানুষের কল্যাণে বিশেষ মোনাজাতও অনুষ্ঠিত হয়। 
এসময় ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে, বক্তব্য দেন, অফিসার ইন চার্জ  আহম্মেদ আনওয়ার  বলেন  মাদক , সন্ত্রাস ও জঙ্গী বিরোধি  অপরাধে সাথে জরিদের ধরিয়ে দেওয়ার জন্য থানা পুলিশ কে সহায়তা করার জন্য অনুরোধ করেন। এবং  পিরোজপুরে  পুলিশ সুপার   জন সাধারণেক সকল সহায়তা দেওয়ার জন্য জেলা পুলিশ সব  প্রস্তুত রয়েছে।  এ সচেতনামুলা প্রচার অভিযান অব্যহত থাকবে।  ধর্মীয় সম্প্রতি বজায় রাখার জন্য সকলকে আহবান জানান।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানাগেছে, জেলার সাত উপজেলার ১২ লাখ মানুষের নিরাপদ জীবন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে এ জনহিতকর উদ্যোগ নিয়েছেন পুলিশ প্রশাসন । এ জনসচেতনতা কর্মসূচি বাস্তবায়রন পুলিশ সুপার একটি প্রচারপত্র প্রকাশ করেন। এতে বলা হয়, গত ৫ আগস্ট দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সকলের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। জেলার প্রতিটি উপজেলা ও গ্রাম পর্যায় মাদকমুক্ত ,জঙ্গীমুক্ত ও নিরাপদ বাসযোগ্য ও জনপ্রত্যাশার  আবাসস্থ হিসেবে গড়ে তোলায় পুলিশ প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।  জেলা ১২ লাখ মানুষের জন্য মাত্র ১ হাজার জন পুলিশ প্রশাসন দিয়ে নিরাপদ করা করা একটি চ্যালেঞ্জ। তাই পুলিশ জেলার ১২ লাখ নাগরিকের মাঝে এই বার্তা দিতে চান যে, পুলিশই জনতা , জনতাই পুলিশ এ মন্ত্র সামনে রেখে নাগরিক সমাজ একাত্ম হয়ে সমাজের সকল অপরাধ প্রতিরোধে কাজ করা জরুরি। সচেতন নাগরিকদের সহায়তায় পুলিশ সমাজে মাদক,জঙ্গীবাদ,সন্ত্রাস ,ইভটিজিং,বাল্যবিয়ে, টেণ্ডারবাজি,কিশোরগ্যাং,অনলাইন জুয়া, নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যে কোন ধরনের সমাজ বিরোধি অপরাধ দমনে নাগরিক সমাজ পুলিশকে নির্ভয়ে সহায়তা করবেন। এজন্য ধর্মপ্রাণ মানুষ ও ধর্মীয় নেতাদের প্রতি অনুরোধ জানানো হয়। 
এ ব্যাপারে পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, পুলিশ দেশ ও জনতার বন্ধু হিসেবে নতুন কর্ম উদ্যোগে কাজ  করতে প্রতীজ্ঞাবদ্ধ। দেশ মানুষের কল্যাণেই পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করছে। সমাজে সকল অন্যায় অবিচার বন্ধে সচেতন নাগরিকের ভূমিকা আমরা সম্মানের সাথে দেখি। সকলে মিলে পিরোজপুর জেলার সকল উপজেলার মানুষের শান্তি সম্প্রীতির মানবিক এক সমাজ গড়তে চাই। একটি সুন্দর নিরাপদ পিরোজপুর গড়ে তুলে সকলে মিলে সম্মানের সাথে বাঁচতে সকল মানুষের সচেতনভাবে ভূমিকার অনুরোধ জানাই। এছাড়ায় ধর্মীয় সম্প্রতি বজায় রাখার জন্য সকলকে আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat