পার্বত্য অঞ্চল প্রতিনিধি
চট্রগ্রাম লিছুবাগান চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় হইতে সন্দেহের বশে ২ জনকে আটক।
৫ই নভেম্বর বৃহস্পতিবার ভোর পাঁচ ঘটিকার সময় বান্দরবান থেকে আসা দুজন ব্যক্তি (১) নান্টু দে (৩৫) প্রকাশ জুয়েল দে (২) মিগেল চার্কমা(২৮) অনিল চার্কমা গ্রাম ভাল্লুকয়া কে আটক করেছে পুলিশ।
জানা যায় ভোর সকালে ফেরিঘাট এলাকায় এই ব্যক্তিদের দেখে পুলিশ সন্দেহ করেন। পরে কাছে ডেকে এনে নাম জিজ্ঞেস করতে না করতে দৌড়-দিয়ে পালিয়ে যান। পিছে পিছে পুলিশ দৌড়াতে শুরু করলে হাতে থাকা ব্যাগ মোবাইল এবং অন্যান্য জিনিসপত্র কর্ণফুলী নদীতে ছুঁড়ে ফেলে দেন। পরে এদেরকে ধরে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে যায়।
এ জাতীয় আরো খবর..