×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ১০ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা
ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি বিশেষ অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী মো. রায়হান জামিল শুভ (২৬) বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক হয়েছে। অভিযানের সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, আটটি রামদা, একটি চাইনিজ ছুরি এবং ছয়টি স্টিলের পাইপ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে জানান, দীর্ঘদিন ধরে শুভ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দক্ষিণ দিঘলদী এলাকায় স্থানীয় জনগণের ওপর অত্যাচার, চাঁদাবাজি, জমি দখল এবং অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল।

অভিযানের সময় শুভকে অস্ত্রসহ আটক করা হয় এবং তাকে জব্দকৃত আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালানো হবে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তারা সর্বদা সক্রিয় থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat