×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ১৯ বার পঠিত
নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমন্বয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

‘অন্তর্ভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে মঙ্গলবার (৩ ডিসেম্বর) নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।

নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আকরাম হোসেন-এর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক দীপ জন মিত্র এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোমান হাসান।

এতে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপযোগী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এসময় বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল ইসলাম, সহকারী শিক্ষক খোরশেদ আলম, সানোয়ার হোসেন, সাদ্দাম হোসেন, সুহেল রানা, আরিফুন নাহার, নুসরাত জাহান চায়না, সীমু আক্তারসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat