×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ৭ বার পঠিত
এম সাহাবউদ্দিন সাবু
বরগুনা প্রতিনিধি
বরগুনা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিসহ বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের মামলায় পাথরঘাটা উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হোসাইনকে (৪২) কারাগারে পাঠিয়েছেন বরগুনা আদালত।

এর আগে সোমবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে পাথরঘাটা উপজেলার বন বিভাগ অফিসের সামনে থেকে এনামুলকে গ্রেপ্তার করা হয়। এনামুল হোসাইন চরদুয়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আশ্রাফ আলী মাসুম মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পথিমধ্যে তাদের ওপর হামলা চালিয়ে দুই শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ৪ অক্টোবর পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। দায়েরকৃত ওই মামলায় এজাহারভুক্ত আসামি এনামুল হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সোনালী কণ্ঠকে বলেন, হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় এনামুল হোসাইনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat