এম মোহাম্মদ ওমর
বাগেরহাটের শরণখোলার দক্ষিণ কদম তলায় গাছ থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাখাওয়াত আকন নামে (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দক্ষিণ কদমতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি একই ইউনিয়নের মহিলা দলের ৬ নং ওয়ার্ডের মহিলা নেত্রী পারভিন আক্তার এর আপন চাচাতো ভাই।
বিদ্যুৎপৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে যাওয়ার পর স্থানীয়রা মিলে স্মরণ খোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে গাছ থেকে পড়ার পর খবর পেয়ে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নেতা আব্দুর রহিম সেখানে উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নেতা আব্দুর রহিম জানান সাখাওয়াত আকন কথা বলতে পারে না তিনি জানে না যে ওই গাছে কারেন্ট রয়েছে এবং এই জমির সূত্রপাত নিয়ে অনেক মামলা হামলা শিকার হয়েছেন ভুক্ত ভোগী পরিবার তিনি আরো জানান ওই গাছের শুধু কারেন্ট আছে এলাকাবাসী জানে আর তারা জানে তিনি জানে না তিনি প্রতিবন্ধী মানুষ তাকে ডেকে নিয়ে গাছে উঠানো হয় এবং তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে আহত হয় স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করে।
পারভিন আক্তার জানান আজকে সকাল বেলা দশটার দিকে আমার চাচাতো ভাইকে শামীম তালুকদারের বাড়িতে ডেকে নিয়ে যাই মতলব তালুকদারের বউ এবং এলাকাবাসী সবাই জানে ওই গাছে কারেন্ট আছে পারভিন আক্তার আরো জানান নিহত সাখাওয়াত আকন প্রতিবন্ধী, তিনি কথা বলতে পারেন না সোজা সরল মানুষ এবং যে বাড়িতে গাছের ডাল কাটতে গিয়েছে ওই বাড়ীর ওই গাছ সহ জমি নিয়ে বিরোধ চলছে পারভিন আক্তারের একটাই দাবি আমার চাচাতো ভাই প্রতিবন্ধী কথা বলতে পারে না গাছে কারেন্ট থাকা সত্ত্বেও আমার ভাইকে কেন গাছে উঠিয়ে ডাল কাটানো হয়েছে।
আমার ভাই মরে গেছে তাতে আমাদের কোন হাত নেই কিন্তু সে জানে না জমি নিয়ে আমাদের সাথে বিরোধ আমরা ভুক্তভোগী কেন আমার চাচাতো ভাইকে ডেকে নিয়ে গাছ উঠানো হলো ।এবং স্থানীয়রা অনেকেই বলেন উনি খুব ভালো মানুষ সরল সোজা মানুষ কারো সাথে কোন বিরোধ নেই।
এ জাতীয় আরো খবর..