×
সদ্য প্রাপ্ত:
কালীগঞ্জে আইন সহায়তা নিয়ে নেটওয়ার্কিং সভা নাগেশ্বরীতে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা-২০২৪-২৫ অনুষ্ঠিত শেরপুরে জনবস্তিতে চালকলে দূষিত হচ্ছে পরিবেশ, বিপাকে গ্রামবাসী, প্রশাসন নিরব মহিপুরে ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া প্রদর্শনী দেশের বিতর্কিত শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়িয়েছে এনবিআর জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সদস্য এসআই ফয়সালের ‘অসদাচরণ’ কনস্টাসকে ‘ধাক্কা’ দিয়ে সমালোচনায় কোহলি, পেতে পারেন শাস্তিও নতুন পরিচয়ে রিচি সোলায়মান যে কারণে প্রায় ৭ লাখ গাড়ি ফিরিয়ে নিলো টেসলা
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ১৬ বার পঠিত
মোঃ তারিকুল ইসলাম
ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ৩০ নভেম্বর শনিবার টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)-এর আয়োজনে "সুস্থ সংস্কৃতির বিকাশে গণমাধ্যমের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা ও ট্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি গণমাধ্যমের মাধ্যমে ইতিবাচক সংস্কৃতির প্রসারের গুরুত্ব তুলে ধরে বলেন, “গণমাধ্যমকে সত্যনিষ্ঠ থেকে সামাজিক ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে।”

প্রধান আলোচক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সুস্থ সংস্কৃতির বিকাশে গণমাধ্যম হলো সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এটি সঠিকভাবে ব্যবহার করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, যিনি সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব তৈরির ওপর আলোকপাত করেন। এছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আব্দুন নুর আলোচনায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ভিপি ইব্রাহিম খলিল, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, জাতীয়তাবাদী রাজনীতিবিদ ড. ফয়জুল হক, এবং হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির পরিচালক লায়ন জেবিন সুলতানা কান্তা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)-এর সভাপতি কাদের মনসুর। তিনি তার বক্তব্যে গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্ব, সংস্কৃতি কর্মী, এবং রাজনীতিবিদদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। আলোচনা শেষে ট্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্যে হোমনা প্রেস ক্লাবের ০৬ জন, হোমনা উপজেলা প্রেস ক্লাবের ০৪ জন এবং হোমনা থানা প্রেস ক্লাবের ০১ জনকে ট্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ দেয়া হয়।

তারা হলেন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল হক সরকার, কবি দেলোয়ার, মোঃ আবুল কাশেম ভূইয়া, মোঃ তারিকুল ইসলাম তারেক, মোঃ শফিকুল ইসলাম মুন্না এবং সনিয়া আফরিন।
হোমনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মুর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক, মোঃ আক্তার হোসেন, মোঃ হানিফ খান, মোঃ সৈয়দ আনোয়ার। হোমনা থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন।

এই আয়োজন গণমাধ্যম ও সংস্কৃতির মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটির আহবায়ক সাংবাদিক গিয়াস উদ্দিন আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat