×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ০ বার পঠিত
ডেস্ক রিপোর্ট :
শিশু সন্তানের ভরণপোষণসহ পারিবারিক কলহে মানিকগঞ্জ সদর উপজেলায় আখিঁ আক্তার (২২) নামের এক গৃহবধুর আত্মহত্যার অভিযোগ ওঠেছে।

শনিবার সকালে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ঘোস্তা বড়ইনগর এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আখিঁ আক্তার সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ঘোস্তা বড়ইনগর এলাকা সৌদি প্রবাসী জুয়েল মিয়ার স্ত্রী। তিনি ১৫ মাস বছরের এক পুত্রসন্তানের জননী ছিলেন।

নিহতের মামা আল-আমিন খানের অভিযোগ,জীবিকার তাগিদে প্রায় দুই বছর আগে আখিঁ আক্তারের স্বামী সৌদি আরব পাড়ি জমান। এরপর থেকে আখিঁ আক্তারের শাশুড়ি, ননদ ও দেবরের বউ মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিল। পরে আখিঁর শশুড় বাড়ির লোকজনের সাথে বসে এবিষয়ে একাধিকবার মিমাংসা করা হয়েছিল। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। এরপর আখিঁর বাচ্চা হওয়ায় পর আখির স্বামী তাদের ভরণপোষণের খরচ বন্ধ করে দেয়। পরে বিষয়টি নিয়ে আখিঁ তার শাশুড়ির সাথে আলোচনা করলে,তখন শাশুড়ি, ননদ ও দেবরের বউ আখিঁর সাথে খারাপ ব্যবহার করেন। এরপর শিশু সন্তানের ভরণপোষণ ও পারিবারিক কলহের কারনে বাড়ির রাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আখিঁ আক্তার।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) দেব দুলাল জানান,খবর পেয়ে নিহতের লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এঘটনায় সদর থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat