ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে কোটি টাকার রেশম কারখানা বন্ধ, আওয়ামীলীগ নেতা বাবুলের লিজ নেয়া নিয়ে প্রশ্ন জনমনে।
ঐতিহ্যবাহী রেশম কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে এলাকাবাসীর মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। কোটি টাকার এই কারখানাটি আওয়ামী লীগের স্থানীয় নেতা বাবুল নামমাত্র মূল্যে লিজ নিয়ে মাত্র একদিন চালু করলেও, এরপর থেকে এটি পুরোপুরি বন্ধ রয়েছে। এতে করে এলাকাবাসীর মনে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি ঠাকুরগাঁও রেশম কারখানা নাম পরিবর্তন করে বর্তমানে সুপ্রিয় রেশম কারখানা নাম রেখেছে।
স্থানীয় সূত্র জানায়, একসময়ে এই রেশম কারখানাটি দেশের ও ঠাকুরগাঁওয়ের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল। তবে, কারখানাটি দীর্ঘদিন নানা অজুহাতে বন্ধ থাকার পর বাবুল এটি লিজ নেন নাম মাত্র মূল্যে। লিজ নেওয়ার পর প্রথম দিন কারখানাটি চালু করা হয়েছিল । তবে এর পর থেকে সেটি আর কার্যক্রমে ফিরতে দেখা যায়নি। এলাকাবাসীর অভিযোগ মিডিয়া কভারেজ ও স্থানীয় নেতা , স্থানীয় প্রশাসন ও লিজ দেয়া রেশম বোর্ডকে আশ্বস্ত করতে, উদ্দেশ্য ছিল কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ে নেয়ার ।
এলাকার সাধারণ মানুষ অভিযোগ করছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাবুল কারখানাটি নামমাত্র মূল্যে লিজ নিয়ে নিজের স্বার্থসিদ্ধি করেছেন। অনেকেই মনে করছেন, এটি ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হচ্ছে, যাতে ভবিষ্যতে কারখানার জমি অন্য কাজে ব্যবহার করা যায়।
বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যদিও বিভিন্ন মহল থেকে তদন্তের দাবি উঠেছে। ঠাকুরগাঁওয়ের সচেতন মহল মনে করেন, দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। অন্যথায় এ ধরনের কার্যকলাপ জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা বাবুলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জবাবদিহিতা চেয়ে এলাকাবাসী আরও প্রতিবাদ জানাতে প্রস্তুত।
কারখানাটি পুনরায় চালু করা হলে এটি শুধু স্থানীয় নয় দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে না, বরং অনেক বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এ জাতীয় আরো খবর..