×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ১৬ বার পঠিত
মোঃ ইসমাইল হোসেন ( খুলনা ) 
 প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুলনা ৩০ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব আমির হোসেন বোয়িং মোল্লা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে খুলনা নগরীর টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে এ ঘটনটি ঘটে। বর্তমানে তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা খুবই আশংকজনক। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার অফিসার ইনচার্জ মুনীর উল গিয়াস।
আমির হোসেন বোয়িং মোল্লা খুলনা সিটি কর্পোরেশন ৩০ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আমান উল্লার ছোটভাই। তাছাড়া তিনি খুলনা মৎস্য বণিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

এলাকাবাসী জানায়, বুধবার বেলা ১১ টার দিকে পারিবারিক সমস্যা সমাধানে টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে সালিশে বসেন বোয়িং মোল্লা। এ সময় কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষ তাকে লক্ষ্য করে গুলি করে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে যান।

শুক্রবার রাতে তালতলা হাসপাতালের সামনে কেরাম টুর্নামেন্ট চলছিল। স্থানীয় একটি মসজিদে এশার নামাজ আদায় করে তিনি সেখানে উপস্থিত হন। রাত সাড়ে ১০ টার দিকে বাড়ি ফেরার পথে অস্ত্রধারীরা ধারালো অস্ত্রদিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যায়। তার মাথায় ও পিঠের আঘাতগুলো গুরুতর বলে জানা গেছে।

এলাকাবাসী আরও জানায়, কুপিয়ে জখম করার পর মানুষের মধ্যে আতংক সৃষ্টি করার জন্য অস্ত্রধারীরা সেখানে ৪ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনার পর ওই এলাকার মানুষ দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন পরিবারকে। ঢাকায় না নিয়ে পরিবারের সদস্যরা তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মনির উল গিয়াস বলেন,রাতে সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশের টহল জোরদার করা হয়েছে। হামলার বিষয়ে তিনি আর কিছু জানাতে পারেননি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat