মানিকগঞ্জ : আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধ করার দাবিতে ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে আন্দোলন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ইমাম পরিষদ ও বিপ্লবী মঞ্চ।শুক্রবার বাদ জুমআ মানিকগঞ্জের কোর্ট মসজিদ ও খালপার শহীদ রফিক চত্ত্বর থেকে পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের হয় ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বিপ্লবী মঞ্চের বিক্ষোভ মিছিলটি মানিকগঞ্জ কোর্ট মসজিদ থেকে বের হয়ে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। অপরদিকে, ইমাম পরিষদের বিক্ষোভ মিছিলটি খালপাড় শহীদ রফিক চত্বর থেকে বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে জেলা ডাক বিভাগের সামনে সমাবেশ করে।সমাবেশে বক্তারা ইসকনকে নিষিদ্ধ করার দাবি করেন এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার বিচারের দাবি জানান।
বক্তারা বলেন, চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডকে সন্ত্রাসবাদী ও জঙ্গি কার্যক্রম হিসেবে বিবেচনা করতে হবে। পাশাপাশি এ ঘটনায় জড়িত বিদেশি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে।
মানিকগঞ্জ সদর উপজেলার মসজিদের ইমাম ও খতিব জনাব: মুজিবুর রহমান বলেন তোমরা আমাদের রক্ত দিয়ে বাস্তবায়ন করবা এটা আমরা মেনে নেব না
এ সময় উপস্থিত জনতা উগ্রবাদী সন্ত্রাসীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে ইসকনের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয়।
বিক্ষোভ ও সমাবেশ শেষে বিষেশ মোনাজাত করেন উপস্থিত ইমাম ও মুসল্লিরা।
এ জাতীয় আরো খবর..