×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ৬ বার পঠিত
মোঃ ইসমাইল হোসেন (খুলনা) 
গভীর রাতে সুন্দরবন পরিবহনের একটি বাসে আগুন
খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে সুন্দরবন পরিবহনের একটি বাসে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতরে পুড়ে নিহত হয়েছেন মো. শরীফ (১২) নামে এক শিশু হেলপার।

জানা যায়, শরীফ বাসের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় মশার কয়েল থেকে আগুন লাগে। নিহত হেলপার শরীফের বাড়ি মুন্সীগঞ্জ। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। সোনাডাঙ্গা থানার কর্তব্যরত অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) বলাকা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আগুন লাগার খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এরপর বাস থেকে শরীফ নামে এক শিশু হেলপারের লাশ উদ্ধার করা হয়। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শরীফ মুন্সীগঞ্জের শ্রীমঙ্গলের একটি এতিমখানায় বড় হয়েছে বলে জানা গেছে।”

এ বিষয়ে খুলনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফেরদৌস হোসেন বলেন, “রাত পৌনে ২টার দিকে সুন্দরবন পরিবহনের একটি বাসে আগুন লাগে। এতে বাসের ভিতরে ঘুমিয়ে থাকা শরীফ নামে এক হেলপার পুড়ে মারা গেছে। আগুনে বাসের ৮ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat