এএসএম হারুন
২৮ই নভেম্বর (বৃহস্পতিবার) ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে খেলাফত মজলিস ফেনী শহর শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়, কর্মী সমাবেশের প্রধান অতিথি খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তি স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে। ধর্মীয় সংগঠনের আবরণে ইসকন দেশে উগ্র হিন্দুত্ববাদ ছড়াচ্ছে। তিনি আরো বলেন, এদের উগ্র আস্ফালনে প্রাণ হারাতে হলো এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে। চট্টগ্রাম আদালত চত্ত্বরে এই গোষ্ঠী সেদিন ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। মসজিদের মুসল্লী সহ নিরীহ পথচারীদের উপর হামলা করেছিল। উক্ত ঘটনার তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তিনি শহীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং হতাহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছেন। যে সংগঠন এই ধরণের অপকর্ম বারবার করছে তার ব্যাপারে আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোন ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে দেশবাসীকে সচেতন থাকার ও ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ষড়যন্ত্র বন্ধে ফ্যাসিস্ট ও খুনী হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। অভিযুক্ত ইস্কন নেতাকে মদদ দান সহ বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের মাটিতে কোন উগ্রবাদী ও রাষ্ট্রদ্রোহী সংগঠনের অপতৎপরতা চলতে দেয়া হবে না। ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছে। মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন খেলফত মজলিস যুগ্ম মহাসচিব মুহাম্মাদ মোস্তাফিজুর রহমান ফয়সাল, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হোসাইন, কেন্দ্রীয় সহকারী ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাই, নোয়াখালী জোন সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, হেফাজতে ইসলাম ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ আহমদী, খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সহসভাপতি মাওলানা মাইনুদ্দিন চৌধুরী, মাওলানা মুর্তুজা সালেহ, ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা সভাপতি আবদুল আউয়াল রাকিব, খেলাফত মজলিস ফেনী জেলা সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, জয়েন্ট সেক্রেটারি সাইফুল্লাহ ভূঁইয়া, ফুলগাজী উপজেলা সভাপতি মাওলানা শফিউল্লাহ, পরশুরাম উপজেলা সভাপতি মাওলানা কামাল উদ্দিন , সদর সভাপতি মাওলানা করিম উল্লাহ, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, দাগনভুইয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সা'দ উদ্দিন, ছাত্র মজলিস ফেনী জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন, শাহ শিহাব উদ্দিন, মুহাম্মদ আবুল বাশার, মুহাম্মদ মোশাররফ হোসাইন।
এ জাতীয় আরো খবর..