স্টাফ রিপোর্ট,
বন্দর নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ বন্দর দেওলী চৌওরা পাড়ায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর সুরুচি ভেজিটেবল ওয়েল ফ্যাক্টরিতে চলছে প্রকাশ্য লুটপাটের রমরমা বাণিজ্য । শ্রমিরা অবলীলায় করে যাচ্ছে তাদের কাজ। ফ্যাক্টরিতে ঢুকলে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের নিদর্শন বুঝা যায়।
তাদের সরল পরিশ্রমের মধ্য দিয়ে একটি কুচক্রী মহল লুটপাট করে নিয়ে যাচ্ছে কোটি কোটি টাকার সম্পত্তি। লুট করা লোহার তেলের ট্যাংকির ভাঙ্গাংশ এবং বিভিন্ন যন্ত্রপাতির যন্ত্রাংশ ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে ফ্যাক্টরি বাইরে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্য জানতে চাইলে, উত্তর দিতে অসম্মতি জানায় শ্রমিকরা।
সুত্র মোতাবেক জানা যায়, সাবেক সেনা কর্মকর্তা মেজর মোঃ নাসিমের নেত্রীতৃে সংগঠিত লুটপাটের মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদ লুট হয়ে যাচ্ছে।প্রকাশ্যে এমন লুটপাট হওয়া সত্ত্বেও, মূখ খোলতে নারাজ সাধারণ জনগণ। এদিকে তদন্তকারী সাংবাদিকদের টিম লিডার জি কে রাসেল মেজর নাসিমের বক্তব্যের জন্য ফোন করলে, মেজর নাসিম রাগান্বিত কন্ঠে কথা বলেন এবং একচেটিয়া প্রশ্ন করতে থাকেন। এক পর্যায়ে তিনি নিজেকে গণমাধ্যম কর্মী হিসেবে পরিচয় দেন এবং বলেন ব্যাপারটা তিনি সমাধান করে ফেলেছেন। এ সময় তিনি সাইফুর রহমান টিটু, আতাউরসহ আরো কয়েকজন সাংবাদিকের নাম বলেন।
মেজর নাসিমের সাথে কথা বলার কিছু সময় পর এক ব্যাক্তির ফোন আসে, জিনি নিজেকে আলম নামে পরিচয় দেন এবং বলেন তিনি প্রধান উপদেষ্টা ডঃ ইউনুসের এর সাথে কাজ করেন মেজর নাসিম তার বন্ধু। তিনি আরো বলেন, সিটি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক সাইফুর রহমান টিটু ও বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি শাহীন এর সাথে তিনি কথা বলেছেন। তিনি বলেন সাংবাদিকরা মুখ ফুটে কিছু না বলতে পারলেও তিনি তাদের ম্যানেজ করেছেন।
সাংবাদিকদের অনুসন্ধানী টিম জাবেদ নামের এক ব্যক্তির সন্ধান পায়। তিনি সুরুচি ওয়েল ফ্যাক্টরির এক জন প্রতিনিধি। তিনি সাংবাদিকদের জানায়, একটি প্রতারক চক্র অবৈধভাবে লুটপাট করে নিয়ে যাচ্ছে সুরুচি ওয়েল ফ্যাক্টরির সম্পদ।
পুলিশের প্রশাসনের সাথে কথা বললে, দায়সারা কথা বলে এরিয়ে যান বিষয়টি।
প্রশাসনিক হস্তক্ষেপের বিষয়ে জানতে চাইলে, নারায়ণগঞ্জ এসপি প্রত্যুষ কুমার মজুমদার বলেন, মামলা হলে এই বিষয়ে পদক্ষেপ নিবে পলিশ।
এদিকে বন্দর থানার ওসি তরিকুল ইসলামের সাথে কথা বললে, তিনিও প্রায় একই কথা বলেন। যেমনটা বলেছেন নারায়ণগঞ্জ এসপি প্রত্যুষ তোমার মজুমদার।
এ জাতীয় আরো খবর..