×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৪-১১-২৮
  • ১৭ বার পঠিত
ঢাকাই সিনেমার দর্শকনন্দিত দুই নায়ক আমিন খান ও শাকিব খান। চলচ্চিত্রে নব্বই দশকের শুরুতে পা রাখেন আমিন। অন্যদিকে নব্বইয়ের শেষে আসেন শাকিব। ‘হীরা চুনি পান্না’ ও ‘ফুল নেব না অশ্রু নেব’সহ বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা।


বর্তমানে চলচ্চিত্রে শাকিব নিয়মিত হলেও পর্দা থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে নিয়েছেন আমিন। বহু বছর পর এবার একই ফ্রেমে ধরা দিলেন সিনেমা জগতের এই দুই খান।


সম্প্রতি একটি ফটোতে দেখা গেল, পরস্পরের কাঁধে কাঁধ রেখে ‘থামস-আপ’ দেখাচ্ছেন শাকিব-আমিন। দুই খানের মুখ থেকে যেন হাসি ফুরাচ্ছেই না। তবে কেন তারা একত্র হয়েছেন কিংবা আগামীতে কোনো কাজে তাদের একসঙ্গে দেখা যাবে কি না, তা পরিষ্কার জানা যায়নি।


ঢালিউডে দিনে দিনে শাকিব নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও আমিনকে আর সেভাবে পাওয়া যায়নি। তবে প্রিয় তারকাকে আবারও পর্দায় দেখতে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করেন আমিনভক্তরা।


চমক নিয়ে পর্দায় আসছে ‘হাউজফুল ফাইভ’

মাঝে মধ্যে দু-একটি টিভিসিতে আমিনের উপস্থিতি নজর কাড়ে দর্শকদের। তবে চলচ্চিত্রেও ফিরতে চান তিনি। বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারে একাধিকবার আমিন বলেছেন, পরিচালকরা যদি তাকে ভেবে আকর্ষণীয় কোনো চরিত্রে তাকে প্রস্তাব দেন তাহলে সিনেমা করবেন তিনি।


প্রসঙ্গত, একসঙ্গে শাকিব-আমিন অভিনীত আরও কিছু উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘উত্তেজিত’, ‘হিম্মত’, ‘গরম খবর’, ‘সাত খুন মাফ’, ‘পিতার আসন’, ‘সমাধি’প্রভৃতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat