মাসুদুর রহমান, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল ( টি আই বি) এর যৌথ উদ্দ্যোগে স্হানীয় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ২৭ ও ২৮ শে নভেম্বর ২ দিন ব্যাপী তথ্য মেলা আজ সকালে উদ্ভোধন হয়েছে। আজ সকাল ১০ টায় জেলা প্রশাসক মেলার উদ্ভোধন করেছেন।জনগনের মাঝে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা ও তথ্য অধিকার আইন ২০০৯ এর ব্যাপক প্রচার নিশ্চিত করার লক্ষে উক্ত মেলার আয়োজন করা হয়েছে।মেলায় জনগনের মাঝে সরকারি বিভিন্ন তথ্য জনগনের মাঝে প্রচারের জন্য সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৪ টি স্টল রয়েছে। সকাল থেকেই বিভিন্ন শ্রেনি পেশার মানুষ মেলায় অংশগ্রহন করছে।তথ্যই শক্তি - জানবো, জানাবো, দুর্নীতি রুখবো এই প্রতিপাদ্যকে ধারনা করে মেলার আয়োজন করা হয়েছে। মেলার ১ম দিনে তথ্য অধিকার আইনে তথ্য প্রকাশ ও গুরুত্ব নিয়ে আলোচনা হয়।২য় দিন ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল নিয়ে গনশুনানী রয়েছে।এছাড়াও কুইজ ও পুরষ্কা বিতরনের আয়োজন রয়েছে।মেলার সারবিক সহযোগিতায় আছে ইউ এস আই ডি,ইউ কে আই ডি সহ আরো কয়েকটি সংস্হা।
এ জাতীয় আরো খবর..