নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে সরকারি রাস্তা দখল ও জলাশয়ে রাস্তা ভেঙে বিলীনের অভিযোগ উঠেছে। জনপ্রতিনিধিদের উদাসীনতায় এই রাস্তার উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, মৌক্ষপুর মৌজায় দত্তভিটা পাড়ায় দুইটি জলাশয় বা বিল রয়েছে। এই এলাকায় চলাচলের জন্য প্রশস্ত রাস্তা ছিল। ঐ এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে মোঃ আইবালী রাস্তার জায়গা দখল করায় রাস্তাটি সরু পথ হয়ে গেছে।
আরো অভিযোগ রয়েছে আইবালী ও কামাল মৎস্য চাষ করায় রাস্তার মাটি জলাশয়ে বিলীন হয়ে গেছে। এতে যাতায়াতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয় মানুষকে। ওই ইউনিয়নের বেশির ভাগ রাস্তার উন্নয়ন হলেও এই রাস্তাটি সংস্কার করা হয়নি। জনপ্রতিনিধিরা বার বার আশ্বাস দিলেও দীর্ঘদিনেও হয়নি রাস্তাটির উন্নয়ন।
এলাকাবাসীর বছরের বেশিরভাগ সময় বৃষ্টিতে কষ্ট করতে হয়। এ পথে উৎপাদিত কৃষি পণ্য বা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়া খুবই কষ্টের। অভিযূক্তরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করে না।
এব্যাপারে ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুয়েল আহমেদ জানান, তদন্ত সাপেক্ষে যথাযথ বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..